সেফটিক ট্যাংকির কাজ করতে নেমে ২ জনের মৃত্যু

ভোলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে নেমে আব্দুল মালেক (৪৫) ও জসিম উদ্দিন (৩৫) নামের ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সাহাবুদ্দিন (২৫) ও কবির (৩০) নামের অপর দুই শ্রমিক আহত হয়েছে। আহত দের ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন | শনিবার সকাল সাড়ে ৮ টায় ভোলা সদর উপজেলার পূর্ব-ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পন্ডিতের-হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই ওয়ার্ডের মৃত তজু বেপারির ছেলে এবং জসিমউদ্দিন একই ওয়ার্ডের কালু মাঝির ছেলে। স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে আব্দুল মালেক নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। শনিবার সকালে সেন্টারিংয়ের মালামাল অপসারণ করার জন্য ট্যাঙ্কের ভেতরে নামেন বাড়ির মালিক আব্দুল মালেক। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া না পেয়ে তাকে দেখার জন্য ভেতর নামেন মিস্ত্রি জসিমউদ্দিন। তারও কোন সাড়া না পাওয়ায় তাদের দেখতে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন সাহাবুদ্দিন ও কবির। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আসার আগেই ওই ২ জনের লাশ উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেক ও জসিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)