ভোলা লালমোহনে জমিজমাকে কেন্দ্রকরে প্রধান শিক্ষককে পিটিয়ে জখমের অভিযোগ

ভোলার লালমোহনে জমিজমাকে কেন্দ্র করে আঃ রাজ্জাক মাওলানা (৬৫) নামের প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করা হয়েছে বলে আপন ভাই সামছুদ্দিন এবং ভাতিজা মোঃ বিল্লাল ও রাসেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আহত প্রধান শিক্ষককে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বৃহঃবার সকালে লালমোহনের লর্ডহাডিন্স ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলমগীর ডাক্তার বাড়ির দরজায় এঘটনা ঘটে। অভিযোগে আহত প্রধান শিক্ষক আঃ রাজ্জাক মাওলানা জানায়, কয়েক বছর ধরে তার আপন ভাইয়ের সাথে ক্রয়কৃত জমিজমা নিয়ে বিরোধ চলছিলো, তিনি প্রতিদিনের মতো তার কর্মরত প্রতিষ্ঠান লর্ডহাডিন্স ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। তার সাথে স্কুলের মালামাল ক্রয় করার একলক্ষ পাঁচ হাজার দুইশত টাকা রয়েছে। তিনি আলমগীর ডাক্তার বাড়ির দরজায় পৌছলে পূর্ব থেকে ওতপেতে থাকা আপন ভাই সামছুদ্দিন ও ভাতিজা মোঃ বিল্লাল ও রাসেল লাঠিসোটা দিয়ে তার উপর অতর্কৃত হামলা চালায় এবং তার সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। শিক্ষকের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলায় শিক্ষক মাটিতে লুটিয়ে পরে থাকায় মূমুর্ষ অবস্থায় তাকে স্থানীয়রা দ্রত্য ভোলা সদর হাসপাতলে ভর্তি করে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

Post a Comment

0 Comments